সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ও জনগণের সহায়তায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে : ড. আব্দুল মোমেন

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ও জনগণের সহায়তায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে : ড. আব্দুল মোমেন

ডেস্ক প্রতিবেদন
জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ও জনগণের সহায়তায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এই ৯ বছরে যা হয়েছে বিগত বছরগুলোতে সেভাবে উন্নয়ন হয়নি। সাধারণ মানুষর মৌলিক চাহিদার কথা চিন্তা করে বর্তমান সরকার বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় মানুষের মুখে হাসি ফুটেছে। আমাদের উন্নয়ন দেখে বিশ^ আজ হতবাক হয়েছে। তারা এখন আমাদের দেশকে নিয়ে নতুন নতুন উন্নয়নমূলক চিন্তা-ভাবনা করছে। তাই বিশ^ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো সরকার প্রধান হিসেবে দেখতে চায়। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাত হবে। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি গরীব দুঃখী অসহায় মানুষের কষ্ট লাগবে রোটারী ইন্টারন্যাশনাল যেভাবে কাজ করছে। তা সত্যি প্রশংসণীয়। তাদের সহযোগিতামূলক কাজগুলোকে এগিয়ে নিতে সরকার সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
তিনি শুক্রবার রাতে নগরীর কাজিটুলাস্থ একটি কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর সুরমা জোনের আওতাধীন রোটারী কাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে “ইকোনমিক এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সেমিনার কমিটির চেয়ারম্যান আইপিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন আরএফএসএম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফাহিমা জিন্নুরায়েন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর ফাস্ট ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক গভর্নর ইলেক্ট লে.কর্নেল অব. অধ্যক্ষ আতাউর রহমান পীর। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট এম.সি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ সালেহ আহমদ, ডিস্ট্রিক ডেপুটি ট্রেইনার মোঃ আসাদুজ্জামান সায়েম, জোনাল কো-অর্ডিনেটর (সুরমা জোন) রোটারিয়ান পি.পি নুরুল হক সোহেল, কাব প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিস্ট্রিক কনফারেন্স চেয়ারম্যান রোটারিয়ান এ.কে.এম শামসুল হক দিপু, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পিপি বিধু ভূষন চক্রবর্তী পিএইচএফ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাব সেক্রেটারী রোটারিয়ান এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ আরএফএসএম। রোটারী ইন ভোকেশন পাঠ করেন প্রফেসর রোটারিয়ান জাকির আলী।
রোটারিয়ান আতিকুর রেজা চৌধুরী সম্পাদিত সেমিনার স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এ.কে আব্দুল মোমেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি আশিকুজ্জামান পিএইচএফ। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন ও বিশিষ্ট শিল্পপতি সেলিনা চৌধুরীকে অনারারী সদস্য পদ প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর