জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথমসভা

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথমসভা

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথমসভা মঙ্গলবার সন্ধ্যা সিলেট জেলা স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

 

সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের যুগ্ম-সম্পাদক আব্দুল মালিক রাজা-এর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং তার সম্মানার্থে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া তার রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও সিলেটের পুুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম (সেবা), সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, আফজাল রশিদ চৌধুরী ও ফেরদৌস চৌধুরী রুহেল, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু, যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, নির্বাহী সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, আব্দুর রকিব, রেজওয়ান আহমদ, দীপাল কুমার সিংহ, সৈয়দ তকরিমুল হাদী কাবী, আবু আনাম মোহাম্মদ মিরাজ (জাকির), সমর চৌধুরী, নুরে আলম খোকন, মাহমুদ হোসেন শাহীন, হাজী মিলাদ আহমদ, ফাহমিন মুর্শেদ চৌধুরী বাবু, মোঃ রাজ্জাক হোসেন, মারিয়ান চৌধুরী মাম্মী, হাসিনা মহীউদ্দিন শীরু এবং জেলা ক্রীড়া অফিসার ও নির্বাহী সদস্য নুর হোসেন প্রমুখ।

 

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী ও সাবেক কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর