সদর দক্ষিণ নাগরিক কমিটির সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮

সদর দক্ষিণ নাগরিক কমিটির সুধী সমাবেশ অনুষ্ঠিত

সদর দক্ষিণ নাগরিক কমিটির সুধী সমাবেশ বুধবার রাতে নগরের স্টেশন রোডস্থ বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিব হোসেন-এর ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের অন্তর্বর্তী কমিটির কো-চেয়ার, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং সিটি কাউন্সিলর মোঃ আজম খানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যৌক্তিক ও ন্যায়সংগত অধিকার আদায়ে জনগণের ঐক্যের কোন বিকল্প নেই। আমাদের সদর দক্ষিণ এলাকার চির বঞ্চনার অবসান ঘটাতে দল-মত নির্বিশেষে আমরা এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছি, এটা অবশ্যই আশার কথা। তাই আমাদেরকে এই প্রক্রিয়ার মাধ্যমে থেকে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে সোচ্চার হতে হবে। এ লক্ষ্যে সদর দক্ষিণের প্রত্যেক নাগরিককে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল হক এ্যাডভোকেট, সৈয়দ মকবুল হোসেন মাখন, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ ওমর আলী, আলহাজ্ব মোঃ জছির উদ্দিন (দছু মিয়া), আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম (আনা মিয়া), শমসের আলম খালিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, আলহাজ্ব মোঃ অলিউর রহমান, মোঃ কামাল মিয়া ও মোঃ রাজ্জাক হোসেন।

বক্তব্য রাখেন সংগঠনের অন্তর্বর্তী কমিটির কো-চেয়ার, তেতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মইনুল ইসলাম, সদস্য সচিব সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, আলহাজ্ব আব্দুল আহাদ, আলহাজ্ব আব্দুস ছত্তার, নজরুল হোসেন, আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, অরিন্দম দাস হাবলু, চম্পক সরকার, মুকির হোসেন চৌধুরী, মোঃ আব্দুর রহিম, জাহাঙ্গীর খান, লায়েক আহমদ, বাবুল হোসেন, রকিব আহমদ, আকমল আলী মালাই, লায়েক মিয়া, কয়ছর আহমদ, ইমাম উদ্দিন কামাল, লাহিন আহমদ রুহেল, লুৎফুর রহমান খান প্রমুখ।

বক্তারা সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবে মারাত্মক ভাঙ্গনকবলিত সিলেট-জালালপুর-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের পুনঃনির্মাণ কাজ অবিলম্বে শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, সদর দক্ষিণ উপজেলার ১০টি ইউনিয়ন ও ৩টি সিটি ওয়ার্ড নিয়ে আলাদা সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন ঘোষণা এবং সদর দক্ষিণের প্রতিটি ইউনিয়নে গ্যাস সরবরাহের লক্ষ্যে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা সদর দক্ষিণ এলাকাবাসীর প্রাণের দাবি ঘোষিত ২১ দফা বাস্তবায়নে সকল মহলকে আন্তরিকতা সাথে এগিয়ে আসার আহবান জানান।

সভায় প্রধান অতিথি শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল সদর দক্ষিণ নাগরিক কমিটির তহবিল গঠনের লক্ষ্যে ১ লাখ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন। অন্য অতিথিবৃন্দও অনুরূপ অনুদান প্রদানের ঘোষণা দেন। সভার শেষ পর্যায়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সংগঠনের অন্তর্বর্তী কমিটির অন্যতম সদস্য ও বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিব হোসেনের আশু সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র অন্তর্বর্তী কমিটির পরবর্তী সভা আগামী ২৮ নভেম্বর বুধবার বাদ এশা একই স্থানে অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর