গোলাপগঞ্জে অস্ত্র ও কার্তুজসহ আটক ১

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮

গোলাপগঞ্জে অস্ত্র ও কার্তুজসহ আটক ১

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে অস্ত্র ও কার্তুজসহ ১জনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় উকড়কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মেছবাহ উদ্দিন(৪৫) উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উত্তর রায়গড় গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে গোলাপগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে এসআই হাবিব, এসআই মৃদুল চন্দ্র ভৌমিক, এসআই মঞ্জরুলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স দু’ভাগে বিভক্ত হয়ে মেছবার বাড়িতে অবস্থান নেন। এসময় তার ঘর তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী একটি অত্যাধুনিক এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ তাকে হাতে নাতে আটক করেন।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮ সংশোধনী ২০০২ এর ১৯এ দ্বারায় পুলিশ বাদী একটি মামলা (নং-১২) দায়ের করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর