আখলিছ উদ্দিন চৌধুরী ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের বৃত্তি ও অনুদান প্রদান

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

আখলিছ উদ্দিন চৌধুরী ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের বৃত্তি ও অনুদান প্রদান

গোলাপগঞ্জে আলহাজ্ব আখলিছ উদ্দিন চৌধুরী ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বার্ষিক শিক্ষা বৃত্তি ও আনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহিয়া ট্রাস্টের চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এহিয়া।
ট্রাস্টের কোষাধ্যক্ষ সফিক আহমদ চৌধুরী আফসরের সভাপতিত্বে ও ট্রাস্টের ট্রাস্টি সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রনকেলী মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ আবু তাহের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল আহমদ , আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক শাহেদ আহমদ চৌধুরী,জামেয়া ইসলামিয়া রনকেলী নিলামবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা গুলজার আহমদ খান।
অনুষ্ঠানে ৭৫জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ১ জন দরিদ্র মহিলাকে গৃহনির্মাণনে সহায়তা ও ৩টি মসজিদকে অনুদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর