জেলা ও মহানগর জাতীয়তাবাদী দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮

জেলা ও মহানগর জাতীয়তাবাদী দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডেস্ক প্রতিবেদন
বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের উপর রাজনৈতিক প্রতিহিংসার রায়ে সাজা বাতিলের প্রতিবাদে নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে মিছিলটি বের করা হয়।
মিছিল পূর্ব আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা মো: মিফতাহুল কবীর মিফতাহ’র পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, জেলা যুবদল নেতা জয়দেব চক্রবর্ত্তী, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমদ চৌধুরী, শহিদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, রিনুক আহমদ, কালাম আহমদ, রায়হাদ বকস রাক্কু, খালেদুর রশিদ ঝলক, দেওয়ান নিজাম খান, আব্দুল খালিক মিল্টন, এইচ.এম ইকবাল, টিটন মলিক, একরাম হোসেন, মনোয়ার হোসেন খলিল, রাসেল আহমদ, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা বদরুল আজাদ রানা, দেলোয়ার হোসেন, আবু ইয়ামীন চৌধুরী, ভুলন কান্তি তালুকদার, মনিরুজ্জামান মিজান এ.ইউ রানা, দিহান আহমদ হারুন প্রমুখ। বক্তারা শান্তিপূর্ণ মিছিল শেষে পুলিশি হামলার তীব্র নিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, আলতাফ হোসেন বেলাল এর গ্রেফতার এর নিন্দা ও নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবি করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর