ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হিকেপ প্রজেক্টের তত্ত্বাবধানে পরিচালিত আই.কিউ.এ.সি এর অধীনে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় ইমপ্রুভমেন্ট প্লান তৈরী করণ সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় এস.এ কমিটির উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এস.এ কমিটির সদস্য সহকারী অধ্যাপক এস.এম সাঈফ উদ্দীন এর সঞ্চালনালয় ও এস.এ কমিটির প্রধান সহকারী অধ্যাপক মেহেদী হাসান এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস.আই.ইউ এর আই.কিউ.এ.সি এর পরিচালক সহযোগী অধ্যাপক এক্রামুল ফারুক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, সি.এস.ই বিভাগের বিভাগীয় প্রধান জনাব খালেদ হোসাইন।
কর্মশালায় কি-নোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আই.কিউ.এ.সি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: আশরাফুল আলম। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech