ঢাকা ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস এন্ড বাংলাদেশ ইকোনোমি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অর্থনীতি বিভাগ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘রাজনীতি আর অর্থনীতি একইসূত্রে গাঁথা। অর্থনীতির প্রায় সবকিছুই প্রভাবিত করে রাজনীতি।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ ভালো। এ দেশ সিডরের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগও কাটিয়ে ওঠেছে। যদি অর্থনৈতিক সংকট দেখা দেয়, তবে তাও কাটিয়ে ওঠতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের সরকার দেশপ্রেমিক। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতাও প্রয়োজন।’
ড. তৌফিক আরো বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ হচ্ছে সত্য, কিন্তু আমাদের সুখ নাই। আমরা যদি গ্রোথ আর সুখকে এক করতে পারতাম, তবে অনেক কিছু নিয়েই চিন্তা করতে হতো না। বিশ্বের দুটি দেশে মিনিস্ট্রি অব হ্যাপিনেস রয়েছে। আমাদের দেশেও এরকম কিছু করা যায় কিনা, তা চিন্তা করা উচিত।’
ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম আলী আক্কাস।
প্রাণবন্ত আলোচনায় তিনি বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা বা অস্থিতিশীলতা অর্থনীতিকে প্রভাবিত করে। বিশ্বের প্রভাবশালী কোনো দেশের প্রেসিডেন্টের একটি বক্তব্য কিংবা সিদ্ধান্ত যে কোনো দেশের অর্থনীতিতে ধস নামাতে পারে।’
ড. আক্কাস বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা, এর পেছনের কারণ, আগামীতে সম্ভাব্য অর্থনৈতিক সংকট প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনা করেন।
অর্থনীতি বিভাগের লেকচারার এহসানুর রাউফ প্রিন্সের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, প্রফেসর ইমেরিটাস মো. আব্দুল আজিজ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জাহাঙ্গীর আহমেদ চৌধুরী প্রমুখ। অন্যান্যের মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, অর্থনীতি বিভাগের সিনিয়র লেকচারার মোহাম্মদ শোয়েব, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech