ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
ওসমানীনগর সংবাদদাতা
ওসমানীনগরে বহিরাগত ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে।
শনিবার সাড়ে ১২টার সময় তাজপুর ডিগ্রি কলেজের গেইটের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত খলিলুর হরমান তানিম তাজপুর ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিার্থী। সে উপজেলার তাজপুর ইউনিয়নের রঙ্গিয়া গ্রামের আব্দুল খালিকের পুত্র।
প্রত্যদর্শী ও তানিমের পরিবার সুত্রে জানা যায়, ফেইসবুকের কমেন্টসকে কেন্দ্র করে শনিবার দুপুর সাড়ে ১২টায় তাজপুর ডিগ্রি কলেজের সামনে তানিমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে কলেজ বহিরাগত ও ছাত্রলীগ কর্মী একই ইউনিয়নের কাদিপুর গ্রামের শাখাওয়াত হোসেন পুত্র জাহেদ আহমদ। ঘটনাস্থল থেকে তানিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তানিমের শরীরে ৩টি ও মাথায় ১টি কুপ রয়েছে।
এদিকে তানিমকে আঘাতের ঘটনায় কলেজ উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ অনুকুলে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তানিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলন, অপরাধীকে আটক করার জন্য আমরা তৎপর রয়েছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech