ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার কামাল বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল ইসলাম ও (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক পদন্য চন্দ্র বিশ্বাস এর অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।
উত্তর রণিখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও উদযাপন কমিটির আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও মনুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক খসরুজ্জামান ও সাংবাদিক আলী হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল ইসলাম, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কামালবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্মা, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, সাবেক সহকারি শিক্ষিকা সনজিতা সিনহা।
উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষার্থী সাচ্চা মিয়া, মোহাম্মদ আব্দুল গাফ্ফার, মোঃ সেলিম আহমদ, এনামুল, মোঃ আহমেদ আলী, আনোয়ার হোসেন, অলিউর রহমান, সোহেল, আরিফ, মাসুকসহ আরোও অনেকে।
সভায় বক্তাগণ অবসর জনিত বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাদের সততা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারুরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করায় বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা সকলেই ভুয়সী প্রশংসাহ দীর্ঘায়ু ও সুস্থতার জিন্দেগী কামনা করেন।
বিদায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওত করেন শাহাব উদ্দিন ও গীতা পাঠ করেন অনিল চন্দ্র শর্ম্মা। প্রথমে অতিথি ও নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন আমন্ত্রিত অতিথিরা। পরে সংবর্ধিত অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech