সিলেট জেলা বিএনপির নিন্দা ও শোক

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

সিলেট জেলা বিএনপির নিন্দা ও শোক

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী গৌছ খাঁনকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

নেতৃবৃন্দ এক প্রতিবাদলিপিতে বলেন, আওয়ামী ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের ষ্ট্রীমরোলার চালাচ্ছল। জুলুম নির্যাতন যতই আসুক না কেন চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। তারা অবিলম্বে বিএনপি নেতা হাজী গৌছ খাঁনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এদিকে গোলাপগঞ্জ উপজেলার আমুডা ইউনিয়ন বিএনপির সভাপতি নুনু মিয়া মেম্বারের বড় ভাই ছায়াদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর