সিলেট ৩ আসনের মানুষের পাশে হাবিবুর রহমান এম.পি-

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৪

সিলেট ৩ আসনের মানুষের পাশে হাবিবুর রহমান এম.পি-

 

নিজস্ব প্রতিবেদক:এম এ ওয়াহিদ সেয়েব

সিলেটে প্রধান তিন নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকার পরিমাণ বেড়েছে। বেড়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা। একজনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

বন্যা পরিস্থিতি প্রবল হওয়ায় হাবিবুর রহমান মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোজ-খবর নিচ্ছেন।গত কয়েকদিন ধরে তিনি বালাগন্জ,ফেঞ্চুগন্জ,দক্ষিণ সুরমা এলাকায় পরিদর্শন অব্যাহত রেখেছেন। পাশাপাশি গত সোমবার তিনি দক্ষিণ সুরমার জালালপুর এলাকা পরিদর্শন করেন,সেখানে মানুষের জন্য ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী নিয়ে যান।সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম,জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়েছ আহমদ,তিন নং ওয়ার্ডের মেম্বার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সালেহ আহমদ শাহীন সহ ছাত্রলীগ নেতাকর্মীরা ও উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার(১৯জুন)সিলেটে এসে বন্যা পরিস্থিতি অবলোকন করেন প্রতিমন্ত্রী মো:মহিবুর রহমান।এই বিষয় নিয়ে মেয়র এবং প্রতিমন্ত্রীর সাথে আলেচনা করেন হাবিবুর রহমান।পরবর্তীতে এই বিষয়ে সার্কিট হাউসে সংবাদিকদের বন্যাকবলিত মনুষের কষ্টের বর্ননা করেন মহিবুর রহমান।তিনি বলেন,বুধবার তাৎক্ষণিক বরাদ্দ হিসেবে সিলেট ও সুনামগঞ্জে ১ হাজার মেট্রিকটন চাল দেওয়া হয়েছে। নগদ ৪০ লাখ টাকা দিয়েছি। ১০ হাজার প্যাকেট শুকনোখাবার দিয়েছি। গোখাদ্য বাবদ ২০ লক্ষ টাকা ও শিশু খাদ্য বাবদ ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।তিনি এই বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর