ঢাকা ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় বলেছেন, যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সামাজিক সচেতনতা রাড়াতে পারলে যক্ষা রোগ প্রতিরোধ করা সম্ভব। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে বায়ু দুষণ রোধ, রাস্তাঘাট, বাড়ী নির্মাণের কাজে পরিবেশের ভারসাম্য রক্ষার উপর সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি মঙ্গলবার সিলেট জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) সিলেট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) সিলেটের সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় প্রদীপের সঞ্চালনায় এতে অংশ নেন সিলেট যক্ষা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোছাম্মৎ তামান্না বেগম, হিড বাংলাদেশের সিলেট জেলা সুপারেন্টেন মোঃ শাহীন আক্তার, সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ নজরুল, রোটারিয়ান মোঃ শহিদুর রহমান, এম.এ রহিম, সাংবাদিক মোঃ মুহিবুর রহমান, সুমন কুমার চৌধুরী, মন্তোষ সরকার পমূখ। মতবিনিময়কালে বিভিন্ন রোটারি কাবের সভাপতিগণ উপস্থিত ছিলেন।
সিলেট যক্ষা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তামান্না বলেন, সিলেট যক্ষা রোগীদের সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পেয়েছে। যে কোন রোগী আমাদের কাছে আসলে তাদের সেবার দরজা সব সময় খোলা রয়েছে।
সভাপতির বক্তব্যে ইকবাল আহমদ চৌধুরী বলেন, সরকার স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাটাব সিলেটে যক্ষা রোগীদের সেবায় যথা সম্ভব সাহায্য করছেন। এজন্য সকলের সহায়তা প্রয়োজন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech