ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
জৈন্তাপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল আহমদ সহ সংগঠনের সকল সাংবাদিকদের মাধ্যমে নবনির্বাচিত পূণাঙ্গ কমিটির তালিকা প্রদান এবং নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন , উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া, ও ভূমি কর্মকতা ফারজানা আক্তার লাবনী এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ইউসুফুর রহমান, সহ সাধারণ সম্পাদক সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,অর্থ সম্পাদক রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাছির আহমদ, সদস্য আহমেদ রুবেল।
ইউএনও উম্মে সালিক রুমাইয়া উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগন যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানী না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো।
ভূমি কর্মকর্তা ফারজানা লাবনী বলেন,
আমি যোগদানের পর থেকে নিয়মিত অফিস পরিচালনা করে আসছি। ভূমি অফিস ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। কোন ভূমি মালিক কোন ভাবেই যাতে ভূমি অফিসে হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজরদারী রাখা হয়ে থাকে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
গণমাধ্যমকর্মীদের কাছে আমার দাবি থাকবে, আমার চলার পথে কোন ভূল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি। আমি আশা করি সকলের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা পরিষদ হিসেবে পরিচিতি পাবে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech