ঢাকা ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণ করে তাদের পরিববারের সদস্যদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল হাসান, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, জকিগঞ্জ আনসার-বিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভ ট্টাচার্য মিটুন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মাসুম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপক রঞ্জন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক দেলোয়ার হোসেন, জুবায়ের আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রুমেল আহমদ,আব্দুল মালিক, ফয়সাল আহমদ ওয়াসিম আকরাম ও সাজু আহমদ প্রমুখ।
সভায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণ করে আহতদেরকে ফুল দিয়ে বরন করেন সকল সম্মানিত অতিথিবৃন্দ। এসময় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech