শাল্লায় এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

শাল্লায় এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

শাল্লা প্রতিনিধি
শাল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী।
যুব আন্দোলন বাংলাদেশ শাল্লা শাখার সভাপতি মাওলানা আবু মুছার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট এর মুফতি জসীম উদ্দিন মিছবা, কামরুল ইসলাম, মুয়াজ্জিম আল হুসাইন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শাল্লায় প্রথম বারের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কোন সমাবেশ শুরু করেছি এবং এখন থেকে তা চলমান থাকবে। বিগত সরকারের সমালোচনা করে বক্তারা বলেন জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার এবং গত ১৬ বছরে সংঘটিত রাজনৈতিক, প্রশাসনিক হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার, দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সব সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমার দাবি জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর