সিলেটে ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

সিলেটে ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ইমাম প্রশিক্ষণ কোর্সের সাত জেলার ১১৬৪তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় ইমাম প্রশিক্ষণ একাডেমির বিভাগীয় কেন্দ্রে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমির হিসাব রক্ষক সৈয়দ ফখরুল ইসলামের পরিচলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকোশলী মো. আবু জাফর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘সুন্দর সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তাদের মাধ্যমেই একটি দেশ ও জাতি কল্যাণকর দিক নির্দেশনা লাভ করে থাকে। তাই সরকার ইমামদের যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রশিক্ষণ নিয়ে ইমামরা দ্বীনি কর্মকাণ্ডে নেতৃত্বদানের পাশাপাশি সমাজে সচেনতা সৃষ্টি করে যাচ্ছেন।’
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলার ক্লাস মনিটর মুফতি আবু বকর সিদ্দিক, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা মনিটর মুফতি মনির হুসাইন ও সিলেট জেলার চীফ মনিটর মাওলানা মো. জিয়াউল হক।
এর আগে, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মুফতি মাহফুজ বিনতে কেফায়াত। স্বাগত বক্তব্য রাখেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সমাজ বিজ্ঞান প্রশিক্ষক মো. আনোয়ারুল কাদির। হামদে বারী তায়ালা পরিবেশন করেন মাওলানা কাশেমুল হক।
উল্লেখ্য, ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইসলামিয়াত, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণিসম্পদ পালন ও মৎস্য চাষ, বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি, পরিবেশ ও সামাজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও পরিচিতি এবং ব্যবহারিক/ মৌখিকের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর