ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত সভাপতি, শায়খুল হাদীস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী রহ. এর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় (৭ ডিসেম্বর) সিলেট প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরের আহবায়ক হাফিজ মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের সদস্য সচিব মাওলানা আবু বকর সিদ্দিক সরকার ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফিজ শাব্বির আহমদ রাজির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে টেলিকনফারেন্সে দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল (সা.) মাওলানা সায়্যিদ আযহার মাদানী।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব, জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা আব্দুস সালাম রশিদী, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ মু. রশীদ আহমদ, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক পীরজাদা সৈয়দ তালহা আলম, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, হবিগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির হোসাইনী, সাধারণ সম্পাদক মুফতি মুশতাক আহমদ ফুরকানী, রায়পুরী রহ. এর সাহেবজাদা জামাল আহমদ ও মাওলানা সালেহ আহমদ সুহাইল, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা এরশাদ খান আল হাবিব, সদস্য সচিব মাওলানা সালিক আহমদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, ছাত্র জমিয়ত সিলেট মহানগরের আহবায়ক দেলওয়ার হুসাইন ইমরান, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, হাফিজ রেজাউর রহিম উসামা, সদস্য সচিব মিজানুর রহমান শিপু, ছাত্রনেতা কে এম খায়রুল ইসলাম, ছাতনেতা জুনাইদ আহমদ জুনেদ, বিশ্বজয়ী হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তাগণ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী রহ. ছিলেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক। তিনি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি আলেম। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের রায়পুরীর অবদাস অসামান্য। একজন প্রসিদ্ধ ইসলামী পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। রায়পুরী সব সময় ন্যায় ও ইনসাফের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাঁকে হারিয়ে দেশ একজন গুণী আলেমকে হারিয়েছে। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech