কোম্পানীগঞ্জে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

কোম্পানীগঞ্জে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে (৭ ডিসেম্বর) ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথমাংশে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি শামসুজ্জোহা। শেষাংশে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুছাব্বির।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জামাল উদ্দিন ও মুফতি ফখরুল ইসলাম মাসরূর-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, কওমি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাধারা। সুদীর্ঘকাল ধরে এ শিক্ষাধারা বাংলা অঞ্চলের মানুষকে যেমন ধর্মীয়ভাবে আলোকিত করে আসছে; তেমনি স্বাধীনতা সুরক্ষা, সমাজ সংস্কার, নিরক্ষরতা দূরীকরণ, বৈষম্যহীন সমাজগঠন, অসাম্প্রদায়িক জাতি বিনির্মাণসহ বিভিন্নভাবে কওমি শিক্ষার্থীরা অবদান রেখে চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা আতাউর রহমান, ভোলাগঞ্জ মাদ্রাসার মুহতামীম মাওলানা কবির আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান, হাফিজ মাওলানা মাসুম আহমদ, মাওলানা গাজী মাসুদুর রহমান, মাওলানা হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা মুফতি সিকন্দর আলী, হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মাওলানা শফিকুল হক, হাজী আবুল বশর প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়। বৃত্তির এই টাকা হাজী মো. সাহাব উদ্দিন তাঁর মরহুম পিতা হাজী আব্দুল বারী ও মরহুমা মাতা হাজী আসিয়া বেগমের রুহের মাগফেরাত কামনায় অনুদান দিয়ে থাকেন।

সর্বশেষ ২৪ খবর