জকিগঞ্জে আসছেন মদিনা শরীফের প্রখ্যাত আলেম ড. ইয়াকুব দেহলভী

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

জকিগঞ্জে আসছেন মদিনা শরীফের প্রখ্যাত আলেম ড. ইয়াকুব দেহলভী

জুবায়ের আহমদ, জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জে আসছেন পবিত্র মদিনা মুনাওয়ারার প্রখ্যাত আলেম, মসজিদে কুবার সাবেক ইমাম, মদিনা মুনাওয়ারার উস্তাযুল হাদীস ড. মুহাম্মদ ইয়াকুব আদ-দেহলভী আল মাদানী। তিনি আগামী ২৩ ডিসেম্বর সোমবার জকিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম মাদ্রাসার ৫১ তম বার্ষিক ওয়াজ মাহফিলে আগমন করবেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা শায়খ আবদুল হাফিয এ তথ্য জানান।
মাওলানা শায়খ আবদুল হাফিয আরো জানান, এ বছর মাদ্রাসার বার্ষিক মাহফিলে আরো তাশরিফ আনবেন বিশ্ববরেণ্য আলেম শায়খুত তাফসীর শায়খ ড. আশরাফ মাকদাম, বৃটেনের মারকাযুল উলূম ব্লাকবর্নের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা বিলাল বাওয়া, নিউইয়র্কের জামিয়াতুল উলূমের প্রিন্সিপাল শায়খ ইয়ামিন। তাছাড়া দেশীয় উলামাদের মধ্যে বয়ান পেশ করবেন আল্লামা নূরুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মুফতি আবুল হাসান জকিগঞ্জী।
তাছাড়া তরুন প্রজন্মের আলোচিত দুজন আলেম মুফতি রেজাউল করীম আবরার ও মাওলানা আলী হাসান উসামা মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন সিনিয়র আলেম যথাক্রমে শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী, আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী, আল্লামা শফিকুল হক সুরইঘাটি, শায়খুল হাদীস আলিমুদ্দীন দূর্লভপুরী, শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক প্রমুখ।
এ বছর মাহফিলে মাদ্রাসার দাওরাহ সম্পন্নকারী ৭০ জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হবে। মাহফিলে দেশ বিদেশের সর্বস্তরের মুসলিম জনতার সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা শায়খ আবদুল হাফিয।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর