ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের তিন গুণী শিক্ষার্থী। যদিও তারা ওই সংগঠনের সিলেট মহানগর শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তবে গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের ভূমিকাই আজ তাদের জায়গা করে দিয়েছে সংগঠনটির কেন্দ্র পর্যন্ত।
কেন্দ্রে স্থান পাওয়া ওই তিনজন হলেন- তারেক আহমদ কেন্দ্রীয় সহ সভাপতি, এবি আল মাহমুদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নুর উদ্দিন আহমেদ তানিম কেন্দ্রীয় কার্যকরী সদস্য।
এরমধ্যে তারেক আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখায় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখায় প্রতিষ্ঠাকালীন সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ১ম বিভাগ নিয়ে ব্যাচেলর ইন পলিটিক্যাল সাইন্সে গ্রেজুয়েট শেষ করেছেন।
এবি আল মাহমুদ অধিকার পরিষদ সিলেট মহানগর শাখায় প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটে সমন্বয়ক হিসেবে প্রথম সারিতে ছিলেন। বর্তমানে মাস্টার্স ম্যানেজমেন্ট বিষয়ে মদন মোহন কলেজে অধ্যয়ণরত আছেন।
নুর উদ্দিন আহমেদ তানিম ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক শিক্ষা ও পাটচক্র সম্পাদক ও বর্তমানে সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। বর্তমানে দক্ষিণ সুরমা সরকারি কলেজ এ অনার্স ৩য় বর্ষে অধ্যয়ণরত আছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech