নর্থ ইস্ট ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : শাহরিয়ার চৌধুরী

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

নর্থ ইস্ট ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : শাহরিয়ার চৌধুরী

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)- এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেছেন, দেশের উচ্চ শিক্ষার প্রসারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিশ^বিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশে- বিদেশে সুনামের সাথে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন। তিনি এনইইউবি’র অর্জিত সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ^দ্যিালয়ের অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বিশ^াবদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁর সম্মানে এই পরিচিতিমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য সিলেটস্থ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ডিন প্রফেসর ডা. মো. নাজমুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও ট্রাস্টি বোর্ডের সদস্য আবু আহমদ সিদ্দিকী।
বিশ^দ্যিালয়ের ডেভোলাপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ড. শামীম আল আজিজ লেলিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ব্যাবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, ছাত্র কল্যাণ উপদেষ্টা রথীন্দ্র গোপ, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান তাসনুভা জাহান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, অর্থ পরিচালক অশোক রঞ্জন চৌধুরী, গ্রন্থাগারিক জিলুন নাহার চৌধুরী। সভায় বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর