ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তানী হানাদার বাহীনি বাংলাদেশের গাদ্দার একশ্রেণির রাজাকারদের যোগসাজশে দেশকে মেধাশূন্য করতে ৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর নৃশংসভাবে হত্যা, গুম করে বুদ্ধিজীবি, সাহিত্যিক, প্রকৌশলী, রাজনীতিবিদ, সাংবাদিক ও শিক্ষকদের। যা ইতিহাসের পাতায় আরেক পাকিস্তান হানাদার বাহিনীর ন্যাক্কারজনক অধ্যায়। শত শত বুদ্ধিজীবিদের হত্যা করে বদ্যভূমিতে ফেলে রাখে। দেশ স্বাধীনের পর ১৪ ডিসেম্বরকে জাতীয় বুদ্ধিজীবি দিবস হিসেবে পালিত হচ্ছে সরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে।
শনিবার বেলা ২টায় উপজেলার মেজবান রেস্টুরেন্টের হলরুমে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা দায়রা জজ আদালতে এডিশনাল পিপি অ্যাডভোকেট কামাল হোসেন।
প্রেসক্লাবের সহ সভাপতি মাসুক রানা বিএসসির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি মইন উদ্দিন মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, জেলা দায়রা জজ আদালতে এপিপি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বোরহানউদ্দিন ফরহাদ খন্দকার, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম, টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাসুদুর রহমান খান, তেলিখাল ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, তৈমুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সৈয়দুজ্জামান, , আদর্শ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মুর্শেদ আলম, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ, নির্বাহী সদস্য নোমান আহমদ, সদস্য শামীম আহমদ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ রবিন, উপজেলা গণ অধিকার পরিষদের সমন্বয়ক লিটন মাহমুদ খান, যুব অধিকার পরিষদের সভাপতি খালেকুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করে সারা বিশ্বে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শহীদ বুদ্ধিজীবীদের উত্তরাধিকারী হিসেবে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech