জকিগঞ্জে ইয়াবা ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

জকিগঞ্জে ইয়াবা ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে পুলিশের অভিযানে ১ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এক ছাত্রলীগ নেতা এবং শিশু ধর্ষণ মামলায় অপর ১ আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই সামসুল হক সুমনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম বিরশ্রী ইউনিয়নের বড়পাথার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় মাদক সম্রাট আলতাব হোসেন (৩৬) কে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। মাদকের অনুমান মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তাছাড়া নারী শিশু (ধর্ষণ) মামলায় খলাছড়া ইউনিয়নের বনতেরাপুর গ্রামের সাহেদ মিয়া (২০) এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সেনকপতিরচক গ্রামের ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ (২৮) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর