ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী উলামালীগ নেতা কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে জকিগঞ্জ পৌরসভার নরসিংহপুর গ্রামের শামসুল হক চৌধুরীর কলেজ পড়ুয়া মেয়ে মাহমুদা আক্তার চৌধুরী সংবাদ সম্মেলন করে এমম অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজ ছাত্রী মাহমুদা আক্তার চৌধুরী বলেন, ‘আমার চাচা উলামালীগ নেতা মামুনুর রশীদ চৌধুরীর কাজ হলো থানার দালালী করে এলাকার মানুষকে হয়রানি করা। আমার বাবা শামসুল হক চৌধুরী জকিগঞ্জের বাটইশাইল শাহজালাল মসজিদের ইমামতি করেন। যার কারণে বাড়িতে আমার মা ও বোন একা থাকেন। আমাদের চাচা মামুনুর রশিদ চৌধুরীর সাথে আমাদের পরিবারের জায়গা জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন থেকে চলে আসছে। বাড়ীর জায়গা জমি ভাগ ভাটোয়ারা থাকা সত্বেও উলামালীগ নেতা মামুনুর রশীদ চৌধুরী আমাদের বসত ঘরের জায়গা জবর দখল করে আসছেন। আমরা নিরিহ মানুষ, আমরা দুই বোন সিলেটে থেকে কলেজে লেখাপড়া করি। বাড়ীতে মায়ের সাথে ছোট এক বোন থাকে, সেও লেখাপড়া করে। আমার বাবা বাড়ীতে না থাকার সুবাধে গত নভম্বরের ১৮ তারিখ আমার ৮ মাসের অন্তঃস্বত্তা মাযের সাথে অযথা ঝগড়া বিবাদ তৈরি করে পেটে লাথি দিয়ে মাটিতে ফেলে শারিরীকভাবে লাঞ্চিত করেন। মায়ের শোর চিৎকার শুনে দুই বোন তাহমিদা ও তাওহিদা এগিয়ে আসলে তারাও আহত হোন। তারপর আশ পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়। খবর পেয়ে আমার বাবা শামসুল হক চৌধুরী বাড়ীতে এসে আমার মা ও বোনদের চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যান। পরে ১৯ নভেম্বর জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। ইউএনও বিষয়টি তদন্ত করার জন্য থানা পুলিশের কাছে পাঠালে তদন্তকারী কর্মকর্তা এসআই মহরম আলী গোপনে তদন্ত করে থানার দালাল উলামালীগ নেতার পক্ষ নেয়।’
‘এরই পেক্ষিতে গত নভেম্বরের ১৮ তারিখ আমার বাবা সামছুল হক চৌধুরী বাড়িতে না থাকায় আমাদের চাচী নূরজাহান বেগম সকাল ১০ ঘটিকার সময় আমার মা জরিনা বেগম বাড়ীর পুকুর পাড়ে পরিস্কার করতে গেলে অযথাই ঝগড়াঝাটি শুরু করেন, এক পর্যায়ে বিবাদী মামুনুর রশিদের হুকুমে তার স্ত্রী নূরজাহান বেগম আমার ৮ মাসের অন্তঃস্বত্ত্বা মা জরিনা বেগমকে পেটে লাথি মারিয়া মাটিতে ফেলে এলোপাতাড়ি চড় থাপ্পর ও মারপিট করতে থাকলে আমার দুইবোন তাহমিদা আক্তার চৌধুরী ও তাওহীদা আক্তার চৌধুরী এগিয়ে আসলে তাদেরকেও বাঁশের লাটি দিয়ে মারপিট করে জখম করে। পরে তাদের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন আগাইয়া আসলে বিবাদীগন চলে যায়। তারপর খবর পেয়ে আমার পিতা শামসুল হক চৌধুরী বাড়ীতে এসে আমার মা ও দুই বোনকে জকিগঞ্জ হাসপাতালে চিকিৎসা করান। পরের দিন ১৯ নভেম্বর আমার বাবা বাদী হয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিবাদীদের নামে একটি অভিযোগ দায়ের করেন। ইউএনও মহোদয় বিষয়টি তদন্তের জন্য জকিগঞ্জ থানায় পাঠালে বিবাদীগন খবর পেয়ে থানা পুলিশের যোগসাজশে আমাদের বিরুদ্ধে একটি হয়রানি মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছেন। আমরা তিনবোন লেখাপড়া করি, মামলার কারনে আমাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। কলেজ ছাত্রী মাহমুদা চৌধুরী আক্ষেপ করে বলেন, বছরের এই সময়টাতে আমরা যেখানে লেখাপড়ায় ব্যাস্ত কথা সেখানে ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই ও পুলিশি হয়রানি থেকে বাচতে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে।’
মাহমুদা আরো বলেন, ‘পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের জন্য আমরা পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে লিখিতভাবে অবগত করেছি। তাছাড়া জকিগঞ্জ অঞ্চলের সেনাবাহিনীর কমান্ডিং অফিসারকে বিষয়টি জানিয়েছি। আমরা থানার দালাল ও উলামালীগ নেতার ষড়যন্ত্র ও হয়রানি থেকে বাচার আকুতি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মাহমুদা চৌধুরীর পিতা মাওলানা শামসুল হক চৌধুরী, ছোট বোন তাহমিদা আক্তার চৌধুরী। উপস্থিত ছিলেন তাদের মা জরিনা বেগম, ছোটবোন ফাহমিদা আক্তার চৌধুরী।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech