কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ আটক ২

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের তাদের আটক করা হয়।
র‌্যাব-৯ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ৪৩৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ সময় দ্ইু জনকে আটক করে র‌্যাব।
আটকরা হলেন, কোম্পানীগঞ্জ থানার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মো. কাইয়ুম মিয়া (২০) ও কোম্পানীগঞ্জ থানার ডাকাতের বাড়ী গ্রামের মো, আমজাদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর