ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। তিনি দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম হেলাল। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি।
এছাড়াও সহ সভাপতি পদে আল হেলাল, মো. রওনক আহমেদ বখত, যুগ্ম সম্পাদক পদে বাবুল মিয়া, কোষাধ্যক পদে শহীদ নূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সোহেল আলম, প্রচার ও প্রকাশন সম্পাদক পদে আলাউর রহমান।
এছাড়া সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মাহবুবুর রহমান পীর, একে কুদরত পাশা, কবি আমিনুল হক, ঝুনু চৌধুরী, আনোয়ারুল হক ও স্বপন কুমার তালুকদার।
নির্বাচনী তফসিল অনুযায়ী,৬-৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
আজ ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট শেষে আজ দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech