ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
বর্তমান সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ২০৪০ সালের পুর্বেই বাংলাদেশ একটি ‘সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সিলেটের জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লি. এর সিবিএ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হবার পর আমরা যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছি তখনই আমাদের উপর আঘাত এসেছে। বঙ্গবন্ধু হত্যা আমাদের জন্য বিরাট তি বয়ে এনেছিল। এরপর প্রায় ১৬ বছর সামারিক শাষণে আমাদেরকে আরো পশ্চাৎমুখী করে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের মাটি আছে, মানুষ আছে আমরা পিছিয়ে থাকবো না। এ কথাই সত্যি হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। আরো পাঁচটি বছর যদি এই নেতৃত্ব বজায় থাকে, আওয়ামী লীগ সরকারে থাকে, তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত, ুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের দ শ্রমিক আর কৃষকের কারণে আজ আমরা অর্থনীতির সবকটি সূচকে এগিয়ে। আমাদের পোশাক খাতে শ্রমিকরা অত্যন্ত দ। আমাদের শুধু তুলা আমদানি করতে হয়, এর থেকে কাপড়-সূতা তারাই তৈরি করে নেয়। আজ আমরা তৈরি পোশাকে বিশ্বে দ্বিতীয়। এখন আমরা সঠিক পথেই আছি। আমাদের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক সমৃদ্ধ। আমাদের যে ভিশন ২০২১, ইতিমধ্যেই আমরা তা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি।’
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদুত এ কে মোমেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘জ্বালানি খাতে বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনার কারণে দেশের অর্থনীতি আজ সমৃদ্ধ। আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই। আবারো এই সরকারকে নির্বাচিত করে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. এহসানুল হক পাটোয়ারী বলেন, ‘বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে জ্বালানি নিরাপত্তার উপর। আমাদের উৎপাদিত গ্যাস আমাদের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়, এজন্য জ্বালানি সংকট নিরসনে এলএনজি আমদানি করা হয়েছে।’
জালালাবাদ গ্যাস সিবিএ সভাপতি মুরুলী সিংহয়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশফাক আহমদ, জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি প্রকৌ. এজাজুল হক এজাজ, জালালবাদ গ্যাস সিবিএর সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক ফজলুল বারী প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech