ঢাকা ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে দিবসটি উপলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট রেলওয়ে স্টেশনে পথশিশু ও গরীব দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটনের সঞ্চালনায় এ উপলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দণি সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহেদ আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, মোগলাবাজার ইউপি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ খোকন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান নাজিম খান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতা তাওহিদুল হাসান হিবলু, শাকিল আহমদ, এনায়েত হোসেন সাব্বির, রাজু আহমদ, মামুন আহমদ, সোহাগ আহমদ, শেখ মারুফ, শিহাবুল ইসলাম অনিক, মো. সালাঊদ্দিন, মারুয়ান আহমদ, আজমল আলী, ফাহাদ আহমদ, হাফিজ আহমদ মাছুম, রুহুল আমীন, জুয়েল আহমদ, সাহেদ আহমদ, রাসেল আহমদ, এল. বি. রহিম আহমদ, সিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রা পাননি শিশু শেখ রাসেল। ওইদিন বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।’
শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলে সিলেটের জৈন্তাপুর, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, দণি সুরমা, গোলাপগঞ্জ, বালাগঞ্জে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দিনটি পালন করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech