রোটারি ক্লাব অব সিলেট গ্রীন’র ২৫টি প্রজেক্ট বিতরণ

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন’র ২৫টি প্রজেক্ট বিতরণ

আর্ত মানবতায় নিবেদিত সংগঠন রোটারি ক্লাব অব সিলেট গ্রীন-এর উদ্যোগে অসহায়, গরীব মানুষের মাঝে ২৫টি প্রজেক্ট বিতরণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে এ প্রজেক্ট বিতরণ অনুষ্ঠিত হয়।

২৫টি প্রজেক্টের মধ্যে গৃহ নির্মাণ, নগদ অর্থ, সেনেটারী লেট্রিন, টিউবওয়েল স্থাপন, সেলাই মেশিন, বিশুদ্ধ পানির ফিল্টার, কৃষি সামগ্রী, সিলিং ফ্যান, শীতবস্ত্র, খাদ্যসামগ্রী, স্কুল ব্যাগ, সোয়েটার, বস্ত্রসামগ্রী, গাছ রোপন, বইখাতা ইত্যাদি বিতরণ করা হয়েছে।

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন-এর প্রেসিডেন্ট রোটারিয়ান আলী মেরাজ মোস্তাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান পি.পি. এডভোকেট আব্দুল মালেক এমপিএইচএফ।

রোটারিয়ান আতাউর রহমান মিলন ও রোটারিয়ান সোহরাব আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান সেলিম খান।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- রোটারিয়ান বদরুল আলম চৌধুরী পিএইচএফ, রোটারি কাব অব শ্যামল সিলেট এর প্রেসিডেন্ট আব্দুল কাদির, রোটারি কাব অব পাইওনিওর প্রেসিডেন্ট রহিম ইসলাম মিসলু, রোটারি কাব অব সিলেট গ্রীন-এর সেক্রেটারী হায়দার বক্স খান, রোটারিয়ান আবু সালেহ ইয়াহইয়া, রোটারিয়ান মো: জুম্মান তারেক, রোটারিয়ান কবির আহমেদ, রোটারিয়ান গৌছ উদ্দিন, রোটারিয়ান শান্তি রানী সিনহা, রোটারিয়ান সাখাওয়াত হোসেন সুমন, রোটারিয়ান মুন্না মিয়া, রোটারিয়ান আব্দুস সাত্তার, রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, রোটারিয়ান আখতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ৩জন নতুন সদস্যকে কাবে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন রোটারিয়ান মোশাররফ হোসেন, অছিউর রহমান, লিয়াকত আলী মিঠু।

সভায় বক্তারা বলেন, গরীব অসহায় মানুষরা আমাদের সমাজের একটি অংশ। তাদের সুবিধা অসুবিধায় আমাদেরকে তাদের পাশে এসে দাঁড়াতে হবে। তাদের পাশে না দাঁড়ালে আমরা সভ্য মানুষ হতে পারবো না। রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে যায়। আগামীতেও করবে ইনশা আল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর