ঢাকা ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২১
জৈন্তাপুর সংবাদদাতা
জৈন্তাপুরে জাল টাকাসহ ২ প্রতারকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাংপানি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১হাজার টাকার ২৭টি জাল নোট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলা রুপচেং গ্রামের আহমদ হোসেনের ছেলে কতুব উদ্দিন (৬০), একই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে আব্দুল হান্নান (৫৫)।
তাদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech