ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
ওসমানীনগর সংবাদদাতা
ওসমানীনগরে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রের খোঁজে ডোবার পানি সেচ শেষে মাটি খনন করছে পুলিশ। পুলিশের হাতে আটক উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামের ডাকাত শাহজানের স্ত্রী শারমীন বেগমের তথ্যের ভিত্তিতে গ্রামের মধু মিয়ার ডোবায় ৩দিনের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়।
রবিবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ এক প্রেসব্রিফিংকালে জানায়, তিন দিনের রিমান্ড শেষে রোববার সাদিপুর ইউনয়নের পশ্চিম-মোবারকপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে ডাকাত সদস্য তোফায়েল ওরফে তোফা এবং আটক শারমীনকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাত তোফাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় ডাকাত শাহজানের স্ত্রী শারমীনকে আটক করা হয়।
তার তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ডোবায় অভিযান চালিয়ে ১টি দু’নালা বন্দুক, ১টি কাটা রাইফেল ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করতে সম হয়েছে। আরো অস্ত্র থাকার সম্ভাবনায় ঐ ডোবায় মাটি খনন করে বিকেলে অস্ত্র উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল-মামুন বলেন, বেশ কিছু অস্ত্র উদ্ধারের পর আরো অস্ত্র পাওয়ার সম্ভাবনা থাকায় মাটি খনন করা হয়েছে। সাময়িকভাবে অস্ত্র উদ্ধার অভিযান সমাপ্ত হলেও পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech