ওসমানীনগরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ : চালক নিহত

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯

ওসমানীনগরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ : চালক নিহত

নিজস্ব প্রতিবেদন
সিলেটের ওসমানীনগরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালক খোকন দেব(৩৫) নিহত হয়েছেন। রবিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন দেব ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের জন্টু দেব এর ছেলে।

জানা যায়, সিলেট থেকে গ্যাস নিয়ে ফেরার পথে অটোরিক্স (মৌলভীবাজার-থ ১১-১০৭৩) এর সাথে সিলেটগামী (ঢাকা মেট্রো-ট-২২-৫৮১৪) ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক খোকন দেব মারা যান।

খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে তামাবিল হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো: মাসুক মিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করার পর ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর