সুবিধা বঞ্চিত ৬ যুবক যুবতীর বিয়ে দিলো রোটারী কসমোপলিটন

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

সুবিধা বঞ্চিত ৬ যুবক যুবতীর বিয়ে দিলো রোটারী কসমোপলিটন

রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের সহযোগিতায় সুবিধা বঞ্চিত ৬জন যুবক যুবতীর বিয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ওসমানী নগর উপজেলার একটি কমিউনিটি সেন্টারে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। ক্লাবটি বিয়ের সম্পূর্ণ খরচ বহন করে।

ক্লাবের এমন মহতি উদ্যোগে নবজীবনের সূচনা করেন- ওসমানী নগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের মৃত মো. মুক্তার মিয়ার ছেলে জুনেদ আহমদ, মৃত ফারুক মিয়ার মেয়ে রুলি বেগম, কাজির গ্রামের ছেরাগ আলীর ছেলে সেজু মিয়া, আব্দল হান্নানের মেয়ে জাছনা বেগম, খয়েরপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে আব্দুল মজিদ ও আবদুস সুবহানের মেয়ে রিপনা বেগম।

রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. ইমদাদুল হক’র সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান ফাতেহা খানম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৩২৮২ রোটারী ইন্টারন্যাশনাল জেলা ডিস্ট্রিক্ট গভর্ণর দিলনাশি মোহসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার পাশে অনেক সংগঠনই দাঁড়ায়, কিন্তু রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটন এমন একটি মহৎ কাজ করেছে যা খুবই প্রশংসনীয়। আমি সত্যিই অনেক খুশি। রোটারী ক্লাব অব কসমোপলিটন সিলেট এবং তার সাথে জড়িত সবাই একদিন সমাজের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সমাজ থেকে বিভিন্ন খারাপ কাজ তাদের দ্বারাই প্রতিহত হবে বলে আমি মনে করি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিডিজি ড.মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি এম এ লতিফ, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, ডিজিই লে.কর্নেল আতাউর রহমান পীর, ডিজিএন ডি আবু ফয়েজ খান চৌধুরী, ডিস্টিক্ট ফাস্ট জেন্টলম্যন ডা. আবু আইয়ুব হামিদ, ইনকামিং ফাস্ট ল্যাডি মুনমুন আফরোজ, জোনাল কো-অর্ডিনেটর পিপি নুরুল হক সুহেল, ডেপুটি জোনাল কো-অর্ডিনেটর পিপি সাহেদ হোসাইন, এসিস্ট্যান্ট গভর্ণর ইফতিয়াক হোসেন মঞ্জু, প্রেসিডেন্ট ফোরাম চেয়ারম্যান প্রেসিডেন্ট মাসুদ আহমেদ চৌধুরী, ডিস্ট্রিক এডিশনাল সেক্রেটারী পিপি কফিল উদ্দিন বাবলু, পিপি জিয়াউল হক জিয়া, পিপি হানিফ মোহাম্মদ, প্রেসিডেন্ট রোটারিয়ান আলী মেহরাজ মোস্তাক, রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান, রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, রোটারিয়ান আক্তার আহমেদ, সিলেট জেলা পরিষদে সংরক্ষিত সদস্য সুশমা চৌধুরী রুহি, ওসমানী নগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো.গয়াছ মিয়া, ডা.এম মোজাহিদ খান, শামীম আহমদ।

ক্লাব সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সেক্রেটারী রোটারিয়ান বুরহান উদ্দিন, রোটারিয়ান মামুনুর রশীদ মামুন, রোটারিয়ান গোলজার হোসাইন চৌধুরী, রোটারিয়ান জয়নাল আবেদিন, রোটারিয়ান আশিম আহমেদ, রোটারিয়ান বাবুল শেখ বাবু, রোটারিয়ান আবদুস সাদেক লিপন, রোটায়িান ডা, শরীফ শাহরিয়ার, বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, রোটারিয়ান জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রশাসন, জনপ্রতিনিধি, এলাকার বিভিন্ন স্তরের মানুষ ও রোটারী অঙ্গনের উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর