দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই : বিচারপতি খিজির চৌধুরী

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই : বিচারপতি খিজির চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমদ চৌধুরী বলেছেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। একটা সময় ছিলো আমরা কয়েক মাইল কাদা, পানি মাড়িয়ে গ্রামের মেঠো পথ দিয়ে পায়ে হেটে বিদ্যালয়ে ক্লাস করতে আসতাম। বর্তমানে শিক্ষার্থীরা যেভাবে রাস্তাঘাটসহ শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ণ পরিবর্তন ও সুযোগ সুবিধা পাচ্ছে, সে তুলনায় আমরা কিছুই পাইনি। তারপরও আমরা থেমে যাইনি, সামনের দিকে এগিয়ে গেছি। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর হাল ধরতে এখনকার শিক্ষার্থীরাও চেষ্টা চালিয়ে যেতে হবে। তাদেরকে পড়া লেখায় বেশি বেশি মনযোগী হয়ে সামনের দিকে এগুতে হবে।

তিনি শনিবার সকাল ১১টায় উপজেলার উসমানপুর ইউনিয়নের নবগ্রাম হাজী ছাইম উচ্চ বিদ্যালয়ের প্রাক্ত ছাত্র পরিষদের উদ্যোগে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কিশোর বয়সে বিচারপতি খিজির আহমদ চৌধুরী এই বিদ্যালয়েরই একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি সেখানে ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পাঠ গ্রহণ করেন।

সাবেক শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক ছাত্র মনসুর আলীর ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমনুল হক চৌধুরী, বালাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ইউএনও মো. আনিছুর রহমান, ওসি এসএম আল মামুন, উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুক, ইফতেকার হোসেন তাহির আলী, প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী, আজিজ আহমদ সালিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ড. মাওলানা অধ্যক্ষ শহীদ আহমদ বোগদাদী, সাবেক ছাত্র এডভোকেট রুহুল ইসলাম, ডা: মোতাহির আলী, সাইফুল ইসলাম, ফুজায়েল আহমদ, দবির আলম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, সাবেক ছাত্র হাফিজ লায়েক আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর