ভ্রাম্যমান আদালতে ৩৩ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

ভ্রাম্যমান আদালতে ৩৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন
সিলেট নগরীর শেখঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। মেসার্স ফাইয়ান অটো রাইছ মিলকে ৫হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ অটো রাইছ মিলকে ১০ হাজার টাকা, মেসার্স রশিদ অটো রাইছ মিলকে ৮হাজার টাকা ও শাহিন ট্রেডার্সকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিকা রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাঁকে সহযোগিতা করেন পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শোয়েব নাঈম ও পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিকা রুমাইয়া জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর