সিলেটকে বিশ্বের কাছে তুলে ধরছে ট্যুরিস্ট কাব : দেবজিৎ সিনহা

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

সিলেটকে বিশ্বের কাছে তুলে ধরছে ট্যুরিস্ট কাব : দেবজিৎ সিনহা

ডেস্ক প্রতিবেদন
জেলা পরিষদের প্রধান নিবার্হী দেবজিৎ সিনহা বলেছেন, পর্যটন নগরী সিলেটের উন্নয়নের সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শুধুমাত্র পর্যটন খাতের উন্নয়ন ঘটিয়ে দেশকে বদলে ফেলা সম্ভব। প্রকৃতি কন্যা সিলেটকে বিশ্বের কাছে তুলে ধরতে সিলেট ট্যুরিস্ট কাবের কার্যক্রম প্রশংসণীয়। তিনি বলেন, পর্যটন নগরী সিলেটের ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি, কালচার, ধর্ম, জাতীয় সংস্কৃতিক, প্রকৃতি ও বৈচিত্র, দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে সিলেট ট্যুরিস্ট কাবসহ অন্যান্য সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট ট্যুরিস্ট কাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ট্যুরিস্ট কাবের সভাপতি মো. আবু হানিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেটের কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, এক্সেলসিয়র সিলেটের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আহমদ চৌধুরী, সিলেট ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুন নূর রুহেল।
বক্তব্য রাখেন- এম.সি কলেজ ট্যুরিস্ট কাবের ডিরেক্টর তাহসিনুল হক জাকি, ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগের সদস্য সচিব এনামুল হক, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সামাজিক জোট সিলেট বিভাগের সদস্য সচিব আব্দুল মুমিন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিনহাজ আহমদ, সিলেট ট্যুরিস্ট কাবের সহ সভাপতি নুর উদ্দিন খান, আল মামুন, সহ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, কোষাধ্য মকসুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রূপন, সহ সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আহমদ জাকি, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফখরুল হাসান রাব্বি, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া আক্তার, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক এনামুল করিব, আপ্যায়ন সম্পাদক নাজমুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মুয়িম মাহিদ, ট্যুর বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, নির্বাহী সদস্য ওলিউর রহমান মাছুম, সদস্য রোটা: মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কাবের সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী সুলতান মাহমুদ তফাদার।
৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে সিলেট ট্যুরিস্ট কাবের এক বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর