ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটে দ্বারা আক্রান্ত কুলাউড়ার স্কুলছাত্রী সামিরা আক্তারকে দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, সিলেটের নেতৃবৃন্দ।
আসক নেতৃবৃন্দ জানান, আহত সামিরার পরিবার অভিযোগ করেছে, হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না। তাই গতকাল রবিবার ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক রকিব আল মাহমুদ ও জেলা সেক্রেটারি আবু হুরায়রা জাবের চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতলে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় তারা সামিরার প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এমন ঘটনায় আমরা উদ্বিগ্ন। এটি সিলেটে দুই বছর আগে ঘটে যাওয়া খাদিজার উপর হামলার ঘটনার মতো। তাই আমাদের সকলকে মেয়েটির পাশে দাঁড়ানো উচিৎ। এসময় নেতৃবৃন্দ বখাটে জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত শনিবার কুলাউড়ায় প্রেমের প্রস্তাবে প্রত্যাখান করায় সামিরা আক্তার (১৫) নামে ঐ স্কুল ছাত্রীকে প্রকাশ্যে মাথায় দা দিয়ে কোপায় বখাটে জুয়েল আহমদ (২০)। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। আহত ছাত্রী সামিরার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে উপজেলার কুলাউড়া-ঘাটের বাজার সড়কের মীরশংকর এলাকায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত ছাত্রী কুলাউড়া পৌর শহরের সাদেকপুরস্থ আল হেরা ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech