ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মে ১১, ২০১৯
যানজট নিরসনে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভূক্ত টিলাগড় উপ-পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে (১১ মে) শনিবার সন্ধ্যায় টিলাগড় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও টিলাগড় উপ-পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুজন মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সম্পাদক এম. এ করিম, সাবেক সাংগঠনিক মো. আলেক খান, সহ-সম্পদক আব্দুল রহিম ঝারু, সাংগঠনিক সম্পাদক মো. সুলতান আহমদ, সদস্য মো. জিতু মিয়া, শেখ উজ্জ্বল, মো. নুরুল ইসলাম, মো. আলী আমজাদ, শ্রমিক নেতা শেখ উজ্জ্বল আহমদ প্রমুখ।
সভাপতি বক্তব্যে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমেদ বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে মানুষের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাই যাত্রীদের সেবার মাধ্যমে পরিবহন শ্রমিকরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তিনি পবিত্র এ মাসে অটোরিক্সা সিএনজি গাড়ি রেকার মামলা দিয়ে সাধারণ পরিবহন শ্রমিকদের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহŸান জানান। পাশাপাশি সকল পরিবহন শ্রমিকদের সুশৃঙ্খলভাবে পার্কিংয়ের জন্য নির্দেশ প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech