শাপহরান গেইটে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির মানববন্ধন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ২৩, ২০১৯

শাপহরান গেইটে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির মানববন্ধন

‘কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি’


বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলার সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শাখা বিএনপি।

(২৩ মে) বৃহস্পতিবার বিকালে উপজেলার শাহপরান গেইট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ কৃষক অংশ নেন।

খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গৌছ উদ্দিন পাখি মিয়ার সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।

বিশাল মানববন্ধনে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাইদ, জসিম উদ্দিন, আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল আলী, খাদিমপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মছব্বির, ৫নং ওয়ার্ডের সভাপতি হুসেন আহমদ দুলাল, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গাফ্ফার শুয়েব, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল আহমদ, যুবদল নেতা আলী আকবর খান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ছিদ্দীক আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল মালেক, লিটন আহমদ, শাহ আলম, ময়নুল ইসলাম মজনু, শুক্কুর আলী, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, প্রথম যুগ্ম সম্পাদক দেলোয়ার হুসেন নাদিম, আসরাফ উদ্দিন রাজিব, জসিম আহমদ, হেলাল আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির সাকি, ছাত্রদল নেতা জুম্মান আহমদ, ইউসুফ মিয়া, সাজ্জাদ হুসেন আরমান, সাইফুল ইসলাম উজ্জল, ইমরান আহমদ, ইমদাদুল হক ইমু, শাহিন আহমদ, জাহাঙ্গীর হুসেন, জাবেদ আহমদ প্রমূখ।

এছাড়া মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে মানববন্ধন শেষে বাদ আছর শাহপরান বাজার জামে মসজিদ প্রাঙ্গনে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম মুহিবের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী। মাহফিলে বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অতিথিবৃন্দ বলেন, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। তাদের উৎপাদিত ধানের মূল্য উৎপাদন খরচের চেয়ে অনেকগুন কম হওয়ায় দেশের কৃষকরা হাহাকার করছে। উৎপাদন খরচ থেকে তিনশো টাকা কমে প্রতি মন ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। প্রতি বিঘা জমিতে কৃষকের ক্ষতি হচ্ছে দুই হাজার টাকা। ধানের ন্যায্য ম‚ল্য না পাওয়ায় কৃষকরা ধানের পাকা ধানের ক্ষেতে আগুন দিচ্ছে। সরকার প্রতি মন ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা প্রদান করলেও কৃষকের হাতে যাচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। বাকী টাকা যাচ্ছে সরকারের আনুকুল্য পাওয়া মধ্যস্বত্বভোগীদের পকেটে। এ নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই। ধানের দাম কমার জন্য উদ্ভূত সংকটে সরকার উদাসীন। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য সরকারকে নিশ্চিত করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর