ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯
ওসমানীনগর সংবাদদাতা
ওসমানীনগরে অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গবার (২৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযানে মানহীন ও মেয়াদউর্ত্তীণ এবং মূল্য তালিকা না থাকায় ওই ৫ প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে শাহজালাল ও শাহপরান স্টোর ৬ হাজার, জয় দূর্গা ভেরাইটিজ স্টোর ৬ হাজার, শিব্বির স্টোর ৫ হাজার ও রনজিত ভেরাইটিজ স্টোর থেকে ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট আফসানা তাসলিম। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর শামসুদ্দিন আহমদ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech