ঢাকা ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৯
জৈন্তাপুর সংবাদদাতা : সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরের সীমান্ত পিলার ১৩০১ জঙ্গীবিল এলাকা থেকে ১১টি ভারতীয় গরু জব্দ করেছে ৯ বিজিবির লালাখাল ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারিরা পালিয়ে যায়।
রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়। । জব্দকৃত গরুগুলো বর্তমানে লালাখাল বিজিবি ক্যাম্পে রয়েছে।
এ ব্যাপারে লালখাল বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, আমরা কাস্টমকে গরু আটকের বিষয় জানিয়েছি এবং নিলামের জন্য তাদেরকে ইনফরমেশন করা হয়েছে। কাস্টম কর্মকর্তা এলে আমরা জব্দকৃত গরু নিলামে দিব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech