ওসমানীনগরে অজ্ঞাত মহিলা খুন, আটক ১

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

ওসমানীনগরে অজ্ঞাত মহিলা খুন, আটক ১

ওসমানীনগর সংবাদদাতা
ওসমানীনগরে অজ্ঞাত (৩০) নামের এক মহিলাকে খুন করে মাটিচাপা দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার দয়ামীর বাজারের পশ্চিমে পরিত্যক্ত একটি জমির গর্ত থেকে লাশটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
এ ঘটনায় আব্দুল বারী ওরফে কানা বারী(৪০) নামের এক অসামাজিক ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার দয়ামীর গ্রামের মৃত হুরমত উল্লার পুত্র। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার দয়ামীর গ্রামের আব্দুল বারী ওরফে কানা বারীর বাড়ির পূর্বে একটি পরিত্যক্ত জমিতে গর্ত করে অজ্ঞাত মহিলার লাশটি পুতে রাখা হয়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে দয়ামীর গ্রামের আব্দুল বারী ওরফে কানা বারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ধারণা করছে রোববার দিনগত রাতের কোন এক সময় অজ্ঞাত এই মহিলাকে খুন করে লাশ গুম করার জন্য মাটি চাপা দেওয়া হয়েছিল। কিন্তু গর্তটির গভীরতা কম থাকায় স্থানীয়দের নজরে আসে।

ওসমানীনগর থানার ওসি(তদন্ত) এসএম মাইন উদ্দিন এ ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর