পূর্ব জিন্দাবাজারে আমার পিসি ডট কম’র উদ্বোধন

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

পূর্ব জিন্দাবাজারে আমার পিসি ডট কম’র উদ্বোধন

সিলেটের গেইমার্স আর্ক এর সহযোগি প্রতিষ্ঠান আমার পিসি ডট কমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সের চতুর্থ তলায় জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে কম্পিউটার জগতের নতুন সংযোজন এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। গেইমার্স আর্কের সত্বাধিকারী মাস্টার মকবুল আলীর সভাপতিত্বে অনুষ্টানে হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কম্পিউটার সমিতির সভাপতি এনামুল কুদ্দুস, একুশে টেলিভিশন ও মানজমিনের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, আমার পিসি ডটকমের সত্বাধিকারী শায়েখ মো. ফারাবী, গেইমার্স আর্ক’র পরিচালক মাহবুবুল হাসান মিশু, অনলাইন প্লাটফ্রম ই-ভেলীর জেনারেল ম্যানেজার শাব্বির আহমদ, গ্লোবাল ব্রান্ডের সিলেট ব্রাঞ্চ ম্যানেজার মুমিনুল হক, স্মার্ট টেকনোলজির সিলেট ব্রাঞ্চের ম্যানেজার ফজলে রাব্বী ও গেইমার্স আর্ক’র ম্যানেজার আব্দুল আহাদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বশেষ ২৪ খবর