সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মোটরবাইক চুরি

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মোটরবাইক চুরি

নিজস্ব প্রতিবেদন
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদের বাসা থেকে তাঁর ব্যবহৃত মোটরবাইক চুরি হয়েছে। দক্ষিণ বালুচর সেনপাড়া পুষ্পায়ন ৯নং বাসা থেকে এ মোটরবাইক চুরি হয়। এ ব্যাপারে কবির আহমদের ছোট ভাই মো. কাওছার আহমদ শাহপরান থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। যার নং- ১৭৩, তাং- ০৫/১১/১৮।

এতে তিনি উলেখ করেন গত ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাসার কলাপসেবল গেইটের ভিতরে গাড়িটি রেখে বাসায় যান।
পরদিন ৫ নভেম্বর সকাল ৬টায় কবির আহমদ ঢাকা থেকে সকালে বাসায় প্রবেশকালে তিনি দেখতে পান কলাপসেবল গেইটের থালাটি কাটা। এবং তার মোটরবাইকটি সেখানে নেই।

এর পর তিনি অনেক স্থানে খোঁজাখুঁজি করে মোটরবাইকটির কোন সন্ধান পাননি। যার রেজি নং-সিলেট মেট্রো: হ-১১-৩৭২১। এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি জানান, বিষয়টি তদন্ত করে মোটরবাইকটি উদ্ধারের চেষ্টা চলাচ্ছেন বলে জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর