৬ সদস্য বিশিষ্ট হযরত দরিয়াশাহ মাজার পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

৬ সদস্য বিশিষ্ট হযরত দরিয়াশাহ মাজার পরিচালনা কমিটি গঠন

সিলেট নগরির ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে ৬ সদস্য বিশিষ্ট হযরত দরিয়াশাহ মাজার পরিচালনা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮ টায় বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্ত্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ রফিকুল হকের সভাপতিত্বে হযরত দরিয়াশাহ মাজার প্রাঙ্গনে এলাকাবাসীর উপস্থিতিতে উন্মক্ত সভার মাধ্যমে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি(মোতায়াল্লী) হাজী সমরাজ মিয়া, সহ-সভাপতি সাবেক কাস্টমস্ কর্মকর্তা লুলু মিয়া, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ইছাখ মিয়া, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আনা মিয়া, কোষাধ্যক্ষ সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।

আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা আগামী কিছু দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।  কমিটি গঠনের পর হযরত দরিয়াশাহ মাজারের খাদেম মরহুম সমরাজ উদ্দিনসহ প্রয়াত প্রবীণ ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নব-গঠিত কমিটির সভাপতি(মোতায়াল্লী) হাজী সমরাজ মিয়া।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক বলেন, কদমতলী আবাসিক এলাকায় রয়েছে একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা।  প্রতি বছর চার ওলির মাজারের পবিত্র উরুসে ঐক্য থাকার কারণে চারিদিকে কদমতলীর সুনাম রয়েছে।  বর্তমান আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা মাজারের খাদেম নিয়োগসহ কদমতলী এলাকার প্রতিটি বসত বাড়ির একজনকে কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করবেন।১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

অপরদিকে নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন দরিয়া শাহ মাজার জামে মসজিদের একই পদে থাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মসজিদ ও মাজার কমিটি পৃথক হলেও মঈন উদ্দিন দুটি কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।  নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, মরহুম খাদেম সমরাজ উদ্দিন জীবনের দীর্ঘ ৩৫ বছর নিঃস্বার্থে মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।  উনার স্মৃতির প্রতি সম্মান রেখে তাঁর ছোট ভাই আকতার আহমেদকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করলে ভালো হতো।   প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর