কাজী ছাফওয়ান ফাউন্ডেশনের ডেঙ্গু সচেতনতা ও মশারী বিতরণ

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

কাজী ছাফওয়ান ফাউন্ডেশনের ডেঙ্গু সচেতনতা ও মশারী বিতরণ

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়নের কাজী ছাফওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও মশারী বিতরণ সম্পন্ন হয়েছে। ১৫ সেপ্টেম্বর রবিবার বেলা ২টায় স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্স এ অনুষ্ঠান হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৫০জন দুস্থ্য মহিলা ও পুরুষের মাঝে মশারী বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালের সভাপতিত্বে ও ইউপি সচিব ফয়জুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন উক্ত ফাউন্ডেশনের সভাপতি, কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার প্রচার সম্পাদক কাজী মাওলানা ছাফওয়ান আল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের সবাইকে ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে হবে। বাড়ী ঘর আঙ্গীনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কাজী ছাফওয়ান ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগকে ধন্যবাদ জানান এবং সবার উপস্থিতিকে স্বাগত জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দরপুর বাজার বনিক সমিতির সভাপতি ডা. আব্দুল মতলিব। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সুরমান আলী, স্থানীয় যুবলীগ নেতা নাসির উদ্দিন নিপু, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা গৌরুজ্জামান টুনই, আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান চাইন উদ্দিন, দুলু আহমদ প্রমুখ। প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে সবার সমাপ্তি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর