ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, আবেদ আক্তার চৌধুরী, কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, এম.এ জলিল প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করায় হাসপাতালে আগত রোগী ও রোগীদের স্বজনরা অসহায় বোধ করেন। এ অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালকে সিসি ক্যামেরার মাধ্যমে দালালদের চিহ্নিত করে মোবাইল কোর্টের মাধ্যমে হাসপাতালকে দালাল মুক্ত করে চিকিৎসক, নার্স ও রোগীদের চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবী জানানো হয়। সভায় ভেজাল ঔষধ ও ভেজাল খাদ্যে বাজার সয়লাব হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভেজাল রোধকল্পে মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান জোরদার করার দাবী জানানো হয়। বাজারে যেসব ঔষধের গায়ে মূল্য লেখা থাকে না, সেই সব ঔষধের গায়ে মূল্য লেখা এবং প্রতিটি ফার্মেসীতে ঔষধের মূল্য তালিকা টাঙ্গানো বাধ্যতামুলকভাবে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। পথচারী ও যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে সুরমা নদীর উপর বিদ্যমান সকল ব্রীজ ও এপ্রোচ সড়কে রাতের বেলায় আলোকসজ্জার ব্যবস্থা, সিলেটে একটি বিভাগীয় আধুনিক ক্যান্সার হাসপাতাল স্থাপন, পরিবেশ সুরক্ষা ও নদী ভাঙ্গন রোধকল্পে সিলেট বিভাগের সকল নদী, ছড়া ও খাল থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করা, বিদেশে নিহত সকল প্রবাসীদের মৃত দেহ সরকারের নিজ খরচ ও দায়িত্বে দেশে আনার ব্যবস্থা করে স্ব স্ব পরিবারের কাছে পৌঁছে দেয়ার দাবী জানানো হয়। এছাড়া কোন কারণ ছাড়াই বাজারে পিঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষের নজরদারী ও তদারকি বৃদ্ধির দাবী জানানো হয়। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech