সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটপাটকেল নিক্ষেপসহ কলেজের পার্শ্ববর্তী সমবায় মার্কেটে পার্কিং রাখা একটি গাড়িতে ভাঙচুর চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের বিবদমান পল্লব ও স্বাধীন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’পক্ষের সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া চালায়। এসময় দু’পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে বিয়ানীবাজার থানার একদল পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। নীরব দর্শকের মতো পুলিশ দাঁড়িয়ে থাকায় আরো বেপরোয়া হয়ে উঠে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সকালে কলেজ ক্যাম্পাসের আধিপত্য নিয়ে সশস্ত্র অবস্থায় কলেজের অবস্থান নেয় ছাত্রলীগ পল্লব গ্রুপ। ঘটনার সময় কলেজের প্রধান ফটক দিয়ে ছাত্রলীগ স্বাধীন গ্রুপের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় কলেজের প্রবেশ করতে গেলে তেড়ে আসে প্রতিপক্ষের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ক্যাম্পাস ছেড়ে সমবায় মার্কেট ও পোস্ট অফিস রোডে অবস্থান নেয় স্বাধীন গ্রুপ। এসময় তারা অস্ত্র নিয়ে পৌরশহরে মহড়া দেয়।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার (ওসি তদন্ত) জাহিদুল হকসহ আরেকদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ছাত্রলীগের পল্লব ও স্বাধীন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থানের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলেজ প্রশাসন চাইলে বহিরাগতমুক্ত কলেজ ক্যাম্পাস রাখতে পুলিশ কার্যকর ভূমিকা পালন করবে।

সংঘর্ষ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি অবনী শংকর কর ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর