সিলেটে সাংবাদিকদের ওবায়দুল কাদের
দুর্নীতি চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসের রাজত্ব বিএনপির সময় থেকেই

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>সিলেটে সাংবাদিকদের ওবায়দুল কাদের</span> <br/> দুর্নীতি চাঁদাবাজি মাদক ও সন্ত্রাসের রাজত্ব বিএনপির সময় থেকেই

নিজস্ব প্রতিবেদন :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকারের আমলেই দেশে টেন্ডারবাজি শুরু হয়েছিল। এছাড়া দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজত্ব বিএনপির সময় থেকে শুরু হয়। কিন্তু বিএনপি এসব লোকদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় নি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। এজন্য বিএনপির উচিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া। সেই সাথে শুধু সমালোচনার জন্য সমালোচনা না করে বরং গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী ওবায়দুল কাদের সিলেটে পৌঁছে দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপুর সাড়ে ১২ টায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেছেন ।
সিলেট আওয়ামী লীগের প্রবীণ নেতা মরহুম আনম শফিকুল হকের শোক সভায় যোগ দিতে তিনি দুপুর ১২টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর